নির্ধারিত সময়ের ৯০ মিনিট পর্যন্ত ম্যাচে ১-০ গোলে পিছিয়ে ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসর। ফলে আল-বাতিনের বিপক্ষে ম্যাচে তাদের পরাজয় একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু নাটকীয়তায় ভরা ম্যাচের অতিরিক্ত সময়ে তিন গোল করে অবিশ্বাস্যভাবে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে আল-নাসর।
শুক্রবার (৩ মার্চ) রাতে সৌদি প্রো লিগের ম্যাচে প্রথমার্ধের ১৭তম মিনিটে রেঞ্জো লোপেজের গোলে পিছিয়ে পড়ে আল-নাসর। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে আল নাসরকে সমতায় ফেরান আবদুল রহমান ঘারিব। এরপর ১২ মিনিটে মোহাম্মদ আল–ফাতিলের গোলে এগিয়েই যায় আল-নাসর। এর ঠিক ২ মিনিট পর শেষ বাঁশি বাজার আগমুহূর্তে মোহাম্মদ মারানের গোলে নিশ্চিত হারের মুখে থাকা ম্যাচে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এক জয় পায় আল-নাসর।
অবিশ্বাস্য এই জয়ের পর বাঁধভাঙা উল্লাসে জয় উদযাপন করেছে ক্লাব আল নাসর। এমন জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও। তাই ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় রোনালদো লিখেছেন, ‘ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’
এমন জয়ের পর রোনালদোর মতো একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল-নাসর কোচ রুডি গার্সিয়াও। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘কি এক দৃশ্য! বাঁধভাঙা আবেগ! প্রথমার্ধের পরিস্থিতি বদলে দিতে আমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ছিলাম। এটা একটা দলের জয় এবং জয়ের জন্য তাদের প্রবল আকাঙক্ষার প্রতিফলন।’
এই জয়ে সৌদি প্রো লিগে শীর্ষস্থান অটুট করল আল-নাসর। লিগে ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। দ্বিতীয় স্থানে থাকা আল–ইতিহাদের পয়েন্ট ৪৪। আর ১৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল আল-নাসরের কাছে হারা আল–বাতিন।