বলিউডে পাপারাজ্জিদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়। পেশাগত কারণে অধিকাংশ সময়ে তারকারা বিষয়টিকে ভালোভাবেই নিয়ন্ত্রণ করেন। আবার কখনো কখনো ধৈর্যচ্যুতিও ঘটে তাদের। এই যেমন হঠাৎই পাপারাজ্জিদের নিজের শোয়ার ঘরে আমন্ত্রণ করে বসলেন সাইফ আলি খান!
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বৃহস্পতিবার রাতের ঘটনা। মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের পার্টি ছিল। নিমন্ত্রিত ছিলেন সাইফ আলি খান এবং কারিনা কাপুর খান। সেখানে গভীর রাত পর্যন্ত পার্টি করে বাড়ি ফিরলেন তারকা দম্পতি।
কিন্তু রাত গভীর হলেও একদণ্ড শান্তি মেলা ভার। বাড়ির নিচেই দম্পতিকে ছেঁকে ধরেন পাপারাজ্জিরা। আর তা দেখেই মেজাজ হারান সাইফ।
সরাসরি পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘একটা কাজ করুন। আপনারা আমাদের বেডরুমে চলুন!’ আর তা শুনে করিনার মৃদু হেসে দেন কারিনা। এদিকে চরম অপ্রস্তুত হয়ে যান উপস্থিত পাপারাজ্জিরা।
এদিকে সবশেষ গত বছর ‘বিক্রম বেদা’ সিনেমায় দেখা গেছে সাইফকে। এরপর তাকে প্রভাসের ‘আদিপুরুষ’ সিনেমায় দেখবেন দর্শকরা।