Home বিনোদন পোশাক নিয়ে দীপিকাকে ট্রল

পোশাক নিয়ে দীপিকাকে ট্রল

SHARE

সময়টা বেশ ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। বক্স অফিস মাতিয়ে উঠতে যাচ্ছেন অস্কারের মঞ্চে। এবারের অস্কার অনুস্থান উপস্থাপনার দায়িত্ব পড়েছে তার কাঁধে। এমন সুসময় যখন বিরাজমান ঠিক তখন দীপিকাকে হতে হলো হাসির পাত্র। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
মার্চের শুরুতেই শীত বিদায় নিয়েছে। গরম বাড়ছে তরতর করে। এমন সময়ে গলাবন্ধ জামা আর লেদার জ্যাকেটে দেখা গেছে দীপিকাকে। গরমে এমন পোশাকে নায়িকাকে দেখে চক্ষু চড়কগাছ অনেকের। গতকাল শনিবার মুম্বাই বিমানবন্দরে এভাবে দেখা গেছে দীপিকাকে। সে সময় তার চোখে ছিল বড় কালো চশমা। ক্যামেরায় তাকিয়ে হেসে পোজ় দিলেন তিনি।
গরম পোশাক পরা দীপিকার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির রোল পড়েছে নেটিজেনদের মাঝে। একজন লিখলেন, ‘এই গরমে জ্যাকেট! কোন দেশে যাচ্ছেন?’ কেউ মন্তব্য করেছেন, ‘রাতে রোদ চশমা? বাহ বেশ!’ কেউ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘আচ্ছা রোজ রোজ কোথায় যাচ্ছেন উনি? আবার ফিরেও আসছেন?’ তাতে এক জন নিজের ধারণা অনুযায়ী জবাব দিয়েছেন, ‘আমার মনে হয়, দীপিকা কয়েক ঘণ্টার জন্য নিজের বাড়ি থেকে কিছু আনতে যাচ্ছেন আবার ফিরে আসবেন বিমানে চেপে।’
আসলে বিষয়টি নিয়ে এত হাসাহাসির কিছু নেই। কেননা দীপিকা অস্কার অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন লস অ্যাঞ্জেলেসে। তার আগে বিভিন্ন কাজে এদিক সেদিকে যেতে হচ্ছে তাকে। সে কারণেই এমন গরম কাপড়ে দেখা গেছে। শীতের যাবেন গরম কাপড় পরে সেটাই তো স্বাভাবিক।
৯৫তম অ্যাকাডেমী পুরস্কার ঘোষিত হতে চলেছে আগামী ১২ মার্চ। মনোনীত সিনেমা ও কলাকুশলীকে পুরস্কৃত করার জন্য অস্কার মঞ্চে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের তারকারা। ওই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে দীপিকাকে।