যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন যুদ্ধকালীন জাপানের জোরপূর্বক শ্রমের শিকার হওয়া ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়ার ঘোষিত পরিকল্পনাকে রোববার সাধুবাদ জানিয়েছেন। সিউল টোকিওর সঙ্গে ঘনিষ্ঠ স্থাপন করতে চাওয়ার প্রেক্ষাপটে তারা এমন ঘোষণা দিলো।
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপান হলো ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মিত্র দেশ এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার পদক্ষেপে আমরা অনুপ্রাণিত।’
খবর এএফপি