Home খেলা এমবাপ্পে -পিএসজির ইতিহাস গড়ার রাতে মেসির বিশ্ব রেকর্ড

এমবাপ্পে -পিএসজির ইতিহাস গড়ার রাতে মেসির বিশ্ব রেকর্ড

SHARE

চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পর ব্রেস্তের বিপক্ষে ম্যাচেও প্রায় হারার পথে ছিল পিএসজি। তবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যের শেষ মুহূর্তে জয় নিয়েই মাঠ ছাড়ে ফরাসি চ্যাম্পিয়নরা। মেসির সহায়তায় গোল করে দলকে জয় এনে দেন এমবাপ্পে।
শনিবার (১১ মার্চ) ব্রেস্তের বিপক্ষে জয়ের রাতে একে একে রেকর্ড হয় লিওনেল মেসি, এমবাপ্পে ও পিএসজির। প্রথম এবং একমাত্র খেলোয়াড় ক্লাব ফুটবলের ইতিহাসে ৩০০ অ্যাসিস্টের মাইলফলক গড়েন মেসি।
এর মধ্যে বার্সেলোনার হয়ে তার অ্যাসিস্টের সংখ্যা ২৬৯ এবং পিএসজির হয়ে ৩১টি। যার সর্বশেষটি করেন এমবাপ্পেকে। আর এমবাপ্পের গোলেই জয় পায় পিএসজি।
এদিকে মাইলফলক ছুঁয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিও। লিগ ওয়ানে ৩০০০ গোলের রেকর্ড গড়েছে তারা। পিএসজির গোলের মাইলফলকের রাতে এমবাপ্পে স্পর্শ করেছেন আরেকটি ক্লাব রেকর্ড। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে এদিন কাভানিকে ছুঁয়ে ফেলেছেন এই ফরাসি তারকা।