বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের মা স্নেহলতা দীক্ষিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। রোববার সকালে মুম্বাইয়ের বাসভবনে মারা যান তিনি। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ইন্ডিয়াটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্নেহলতা দীক্ষিতের শেষকৃত্য আজ দুপুর ৩টার দিকে ওরলি শ্মশানে অনুষ্ঠিত হবে।
একটি যৌথ বিবৃতিতে, মাধুরী দীক্ষিত এবং তার স্বামী শ্রীরাম নেনে এই সংবাদটি জানিয়েছেন। বিবৃতিতে লেখা ছিল, ‘আমাদের প্রিয় অ্যাই, স্নেহলতা দীক্ষিত আজ সকালে তার প্রিয়জনদের ঘিরে শান্তিতে মারা গেছেন।’
গত বছর মাধুরী তার মায়ের ৯০ তম জন্মদিনে ইনস্টাগ্রামে কিছু অদেখা ছবি পোস্ট করেছিলেন।
সেই পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘শুভ জন্মদিন অ্যাই! তারা বলে একজন মা একজন মেয়ে সেরা বন্ধু। এর থেকে সঠিক আর কিছু হতে পারে না। তুমি আমার জন্য যা কিছু করেছ, তুমি আমাকে যে শিক্ষা দিয়েছ, তা আমার কাছে জীবনের সবচেয়ে বড় উপহার। আমি শুধু তোমার সুস্বাস্থ্য এবং সুখ কামনা করি।’