Home বিনোদন বাংলাদেশে কাজের ধরন বদলেছে : ঋতুপর্ণা

বাংলাদেশে কাজের ধরন বদলেছে : ঋতুপর্ণা

SHARE

কলকাতার বড় পর্দার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঢাকাই চলচ্চিত্রের সঙ্গে অভিনেত্রীর সম্পর্কটা বেশ পুরনো। দেশীয় অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।

শুক্রবার (১০ মার্চ) রাজধানীর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দু’দিনের সফরে ঢাকায় এসেছিলেন ঋতুপর্ণা।

বাংলাদেশে চিত্রনায়ক ফেরদৌস থেকে শুরু করে মান্না, হেলাল খান, আমির খান জনপ্রিয় সব অভিনেতারদের সঙ্গে পর্দায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

ব্যস্ততার ফাঁকে বাংলাদেশি চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন তিনি। ঋতুপর্ণা বলেন, বর্তমানে বাংলাদেশে কাজের ধরন একেবারেই বদলে গেছে। সেই সঙ্গে ট্রেন্ডেও অনেক পরিবর্তন এসেছে। এখন অনেক ভালো ভালো কাজ হচ্ছে এখানে।

ওটিটি নিয়ে অভিনেত্রী বলেন, ওটিটিতে বাংলাদেশের যে কনটেন্ট গুলো নিয়ে কাজ হচ্ছে সেগুলো ভীষণ ভালো হয়েছে। এখানকার নির্মাতা, অভিনেতারা দারুণ সব কাজ উপহার দিচ্ছেন দর্শকদের।

প্রসঙ্গত, বর্তমানে অভিনেতা ফেরদৌসের সঙ্গে ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ নামে ঋতুপর্ণার দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।