Home আন্তর্জাতিক মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ১০

মেক্সিকোয় বন্দুক হামলায় নিহত ১০

SHARE

মেক্সিকোর একটি বারে বন্দুক হামলায় আন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও পাঁচজন।

সোমবার (১৩ মার্চ) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্যমতে, স্থানীয় সময় শনিবার রাতে দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের একটি বারে একদল সশস্ত্র লোক গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাতজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।

এর আগে, গত বছরের নভেম্বরে দেশটির একই প্রদেশে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, গুয়ানাজুয়াতো বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। মাদক ব্যবসায়ীদের বড় কয়েকটি চক্র সেখানে বেশ সক্রিয়। বিশেষ করে, ‘সান্তা রোসা দে লিমা’ এবং ‘জালিস্কো নিউ জেনারেশন’ নামে দুটি গ্রুপের বিরোধের কারণে রাজ্যটিতে সহিংসতা বেড়ে গেছে।