Home বিনোদন সেই রাজার সঙ্গে আমি : জয়

সেই রাজার সঙ্গে আমি : জয়

SHARE

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। বিভিন্ন সময় নানান বিষয়ে নিজের মতামত তুলে ধরেন জয়। এবার তিনি পরিচয় করিয়ে দিলেন এমন একজনের সঙ্গে, যিনি পারিবারিক সূত্রে রাজা হয়েছেন।

জয় লিখেছেন, ‘বান্দরবানে আছে আলাদা এক রাজা। ও চু প্র ঊ। সেই রাজার সঙ্গে আমি।’

তিনি আরও লেখেন, ‘এই রাজার এবং রাজত্বের ঐতিহ্য অনেক পুরনো। তার আগে রাজা ছিল তার বাবা। তার আগে তার দাদা।’

অভিনেতা যোগ করেন, ‘সবচেয়ে মজার কথা হচ্ছে, তিনি ছিলেন আমার বাবার অধীনে চাকরি করা একজন নির্বাহী প্রকৌশলী। পারিবারিক সূত্রে তিনি নির্বাহী প্রকৌশলী থেকে রাজা হয়ে যান।’