Home বিনোদন উরফির পোশাক নিম্নরুচির : রণবীর

উরফির পোশাক নিম্নরুচির : রণবীর

SHARE

উরফি জাভেদের পোশাক নিয়ে চর্চার অন্ত নেই। অদ্ভুত সাজপোশাকের কারণে আইনি বিপাকেও পড়তে হয়েছে তাকে। এবার তার সেই সাজপোশাক নিয়েই নিজের মতামত জানালেন রণবীর কাপুর।
সম্প্রতি ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির প্রচারের জন্য কারিনার শোয়ে গিয়েছিলেন রণবীর। সেখানে একটি সেগমেন্ট তারকাদের ছবি দেখিয়ে তাদের সাজপোশাক ভালো না খারাপ, তা বলতে বলা হয়েছিল রণবীরকে। তবে সেই ছবিগুলোতে তারকাদের মুখ দেখানো হচ্ছিল না।
তবে উরফির ছবি আসতেই তাকে চিনে ফেলেন রণবীর। বলেন, ‘এই ধরনের ফ্যাশন খুব একটা ভাণো লাগে না। কিন্তু আমরা এমন একটা পৃথিবীতে থাকি যেখানে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হলে…।’
এখানেই অভিনেতাকে থামিয়ে দেন কারিনা। প্রশ্ন করেন, উরফির পোশাকগুলো ভালো রুচির পরিচায়ক না নিম্নরুচির পরিচায়ক? রণবীরের উত্তর, নিম্ন রুচির পরিচায়ক।
বিচিত্র পোশাক পরে নেটমাধ্যমে প্রায়শই কটাক্ষের মুখে পড়েন উরফি। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত পান তিনি। তবে যে যাই বলুক, উরফি কিন্তু দমে যাওয়ার পাত্রী নন। তিনি বাঁচেন নিজের শর্তে। একাধিকবার সে কথা জানিয়েছেন অভিনেত্রী।