Home অর্থ-বাণিজ্য দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

SHARE

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর তিন দিন না যেতেই এবার দাম কিছুটা কমলো। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে ৯৭ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি করা হবে। বুধবার (২২ মার্চ) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

তবে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ক্যাটাগরি ভেদে প্রতি ভ‌রি রুপা ১ হাজার ৭১৫ টাকা থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এর আগে, গত ১৮ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এরপর কয়েক ধাপে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। গত ১৪ জানুয়ারি ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে ৯৩ হাজার ৪২৯ টাকা হয়। এরপর ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কিছুটা কমলেও ৯০ হাজারের ঘরেই থেকে যায়।