প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর ঢাকাসহ সারাদেশে মামলার জট কমানোর উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাসহ ২৯টি জেলায় উল্লেখযোগ্য পরিমাণ মামলার জট কমেছে। অন্য জেলায়ও মামলার জট কমতে শুরু করেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে সাতক্ষীরায় তিনি এসব কথা জানান।
প্রধান বিচারপতি বলেন, দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সংবিধানে বলা হয়েছে, প্রজাতন্ত্রের মালিক জনগণ। তাই, জনগণ আদালত প্রাঙ্গণে এসে যাতে একটু স্বস্তি পান, সুন্দর পরিবেশে বিশ্রাম নিতে পারেন সেজন্য প্রতিটি জেলা আদালতে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি দুই দিনের সফরে বর্তমানে সাতক্ষীরায় অবস্থান করছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। দুপুরে তিনি সাতক্ষীরা সরকারি কলেজ পরিদর্শন করেন। বিকেল ৩টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন। পরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি।
সাতক্ষীরা আদালতের পিপি অ্যাডভোকেট সম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলী আল রাজি, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান প্রমুখ।