Home আইন আদালত ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

ডিএমপির ৩ কর্মকর্তাকে বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুইজন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার একজন রয়েছেন।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন ডিবি-ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তরিকুর রহমানকে উত্তরা বিভাগ (দক্ষিণখান জোন), ডিবি-মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহিদুর রহমানকে ডিবি-ওয়ারী বিভাগে এবং মিডিয়া অ্যান্ড পিআর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লাকে ডিবি-উত্তরা বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।