Home বিনোদন কত বড় হয়ে গেছি আমরা : পরীমণি

কত বড় হয়ে গেছি আমরা : পরীমণি

SHARE

হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। আজ (২৯ মার্চ) এ নায়কের জন্মদিন। বিশেষ দিনটিতে সহকর্মী ও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।

জুটি বেঁধে একাধিক সিনেমায় কাজের সুবাদে ব্যক্তিজীবনেও সিয়াম-পরীর বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আর তাই নায়কের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিতে ভুলেননি রাজ্যের মা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দুজনের পুরনো একটি ছবি শেয়ার করে সে সময়ের স্মৃতিচারণ করেছেন নায়িকা।

সিয়ামকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, ‘শুভ জন্মদিন সিয়াম আহমেদ।’

নায়কের উদ্দেশ্যে নায়িকা যুক্ত করেন, ‘ছবিটা আমাদের প্রথম সিনেমার প্রথম মিটিংয়ের। কত বড় হয়ে গেছি আমরা, দেখ।’

প্রসঙ্গত, সিয়াম-পরীমণি জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সিনেমাটিতে তাদের কেমিস্ট্রি দর্শকের নজর কেড়েছে। এই জুটির দ্বিতীয় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সেখানেও বেশ সাড়া পেয়েছেন তারা।