Home আন্তর্জাতিক ট্রাম্পকে মঙ্গলবার অভিযুক্ত করা হতে পারে : আইনজীবী

ট্রাম্পকে মঙ্গলবার অভিযুক্ত করা হতে পারে : আইনজীবী

SHARE

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হতে পারে। গ্র্যান্ড জুরির একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখার জন্য তাকে অর্থ প্রদানের অভিযোগে এ রিপাবলিকান ধনকুবেরকে অভিযুক্ত করার ইঙ্গিত দেওয়ার পর এমনটা ধারণা করা হচ্ছে। তার আইনজীবী সুসান নেচেলেস এ কথা জানিয়েছেন।
এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে নেচেলেস ই-মেইল বার্তায় বলেন, ‘আমরা ধারণা করছি মঙ্গলবার ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হতে পারে।’
কোন মামলায় দোষারোপের ক্ষেত্রে একজন আসামীকে তাদের মুখোমুখী বিভিন্ন অভিযোগ উপস্থাপন করা হয়। আর একজন বিচারক তখন সিদ্ধান্ত নেন যে তাদের জামিনে মুক্তি দেওয়া হবে নাকি নিরাপত্তা হেফাজতে নেওয়া হবে।
খবর এএফপি