দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নানি-কীর্তি। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে তাদের অভিনীত সিনেমা ‘দসরা’।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন শ্রীকান্ত ওডেলা। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির প্রথম দিনেই ঝড় তুলেছে বক্সফিসে। নানি-কীর্তিসহ রীতিমতো প্রশংসায় ভাসছেন এর কলাকুশলীরা।
বলি মুভি রিভিউ ডটকম জানায়, শুধু ভারতে আয় করেছে ২৬ কোটি রুপিআয় করেছে ‘দসরা’। আর বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি। চলতি বছর তেলেগু ভাষার যে ১০টি সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে বিশ্বব্যাপী আয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ‘দসরা’।
জানা গেছে, এ দিন সিনেমাপ্রেমীদের ব্যাপক চাহিদার কারণে ভোর ৫টা থেকেী শুরু হয় সিনেমার শো। স্থানীয় গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমার কাহিনি। এ ছাড়া অ্যাকশনে ভরপুর মন কেড়েছে দর্শকদের।
প্রসঙ্গত, ‘দসরা’ সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। এতে আরও অভিনয় করেছেন, সাই কুমার, প্রকাশ রাজ, রোশান ম্যাথিউ, রাজেন্দ্র প্রসাদ, পুর্ণা প্রমুখ।
খবর : ইন্ডিয়া টিভি