Home আন্তর্জাতিক এখনো বেঁচে আছি : পোপ ফ্রান্সিস

এখনো বেঁচে আছি : পোপ ফ্রান্সিস

SHARE

তিন দিন পর হাসপাতাল থেকে ছাড়া পয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এ নিয়ে তিনি কৌতুক করেছেন। বলেছেন, আমি এখনো বেঁচে আছি।
গত বুধবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ ফ্রান্সিস, পরে তার ব্রঙ্কাইটিস ধরা পড়ে। এর আগে ভ্যাটিকানের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার পর অনুমতি পেলে শনিবার পোপকে হাসপাতাল থেকে ছাড়ানো হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল ছাড়ার মুহূর্তে পোপকে হাসিমুখে দেখা গেছে। তিনি গাড়িতে করে হাত নেড়ে হাসপাতাল ছাড়ছিলেন। এ সময় তিনি ভিড়ের মধ্যে তার বেঁচে থাকা নিয়ে মজা করেন।
এর আগে ভ্যাটিক্যানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, কয়েকদিন থেকে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। তবে তার করোনা হয়নি।
এ ছাড়া একটি সূত্র জানিয়েছিল, যতদিন প্রয়োজন ততদিন পোপ ফ্রান্সিসের শারীরিক পরীক্ষা করা হবে। এ ছাড়া ভ্যাটিকানের মূখপাত্র পূর্বে বলেছিলেন, নির্ধারিত মেডিক্যাল পরীক্ষার জন্য পোপকে হাসপাতালে নেওয়া হয়েছে।