Home জাতীয় যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ গুরুত্বপূর্ণ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ গুরুত্বপূর্ণ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

SHARE

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পাবে এবং অর্থেরও সাশ্রয় হবে।

শনিবার (১ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খালকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল বলা হয়। এ খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এখন খালটি মৃত প্রায়।

তিনি বলেন, শুভাঢ্যা খালের উন্নয়ন করা হলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা আবার চালু হবে এবং কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এ ছাড়াও অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।