বিচ্ছেদের তিন বছরের মাথায় আবারও বিয়ে করতে চলেছেন বলিউডের জনপ্রিয় র্যাপার বাদশা। শিগগিরই বিয়ের ঘণ্টা বাজতে চলেছে! আর যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে এই মাসেই গাঁটছড়া বাঁধতে পারেন র্যাপার-গায়ক। ভারতীয় সংগীত জগতে আলাদাই আলোড়ন সৃষ্টি করেছেন বাদশার র্যাপগুলো।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাদশা স্পষ্টতই এই মাসে তার দীর্ঘদিনের বান্ধবী ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। এই দম্পতি উত্তর ভারতের গুরুদ্বারাতে বিবাহ করতে চলেছেন।
২০১৮ সালে ‘নবাবজাদে’ ছবির মাধ্যমে অভিনয়ে প্রবেশ ঈশা রিখির। অভিনেতাকে সম্প্রতি মুম্বাইতে বিয়ের কেনাকাটার করতে দেখা গেছে। তাদের বিয়েতে শুধুমাত্র কাছের বন্ধুবান্ধবরাই উপস্থিত থাকবেন।
এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশা, তাদের একটি কন্যাসন্তানও আছে। ২০১৭ সালে তার জন্ম হয়। অজানা কারণে ২০২০ সালে এই দম্পতি আলাদা হয়ে যায়। বাদশা ও রিখির সম্পর্কের প্রতিবেদন গত বছরেই প্রকাশ্যে আসে। তবে তারা তাদের সম্পর্কের কথা বা অস্বীকার করেননি।