রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (২ এপ্রিল) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২৮ হাজার ৭২৮ পিস ইয়াবা, ১৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা ২১১ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন ছাড়াও ২১১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২৮টি মামলা করা হয়েছে।