ওয়ানডে ও টি-টোয়েন্টির পর আয়ারল্যান্ডের সঙ্গে আগামীকাল শুরু হচ্ছে একমাত্র টেস্ট। সাদা পোশাকে মাঠে নামার আগের দিন আজ সোমবার (৩ এপ্রিল) মিরপুরে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগার বাহিনী।
টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান বাদে সবাই সেরেছেন নিজেদের অনুশীলন। সাকিব এদিন মাঠে আসলেও অনুশীলন করেননি। অনুশীলন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আইরিশদের বিপক্ষে শক্তিশালী দল নিয়ে আক্রমণাত্মক ক্রিকেট খেলেই একমাত্র টেস্টে জয় তুলে নেওয়ার প্রতিজ্ঞার কথা জানালেন মিরাজ।
মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন যে, অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় ৩-৩.৫ মাস পর। অবশ্যই আমরা পূর্ণশক্তির দল নিয়ে খেলছি। এর আগে হয়তো আমাদের সবার একসঙ্গে খেলা হয়নি অনেক দিন। হয়তো অনেকে ছিল, অনেকে ছিল না। তবে এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে। আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই খেলার মধ্যে আছে, খুবই ভালো টাচে আছে।’
তিনি আরও বলেন, ‘আমরা অ্যাটাকিং খেলার চেষ্টা করব। দিনশেষে সবাই দেখবে, আমরা রান করতে পারছি কি না। এখন বিশ্ব ক্রিকেটে যদি দেখেন, টেস্টে অনেকেই অ্যাটাকিং খেলছে। এটাই চলছে। তাই আমরাও চেষ্টা করব, সেই বিষয়টির সঙ্গে মানিয়ে নিতে। আমার মনে হয় রান করাটা জরুরি। সবাই দেখবে ১০০ বা ১৫০ হলো কি না। উইকেট পাচ্ছি কি না। এটা অনেক গুরুত্বপূর্ণ।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি ১০০ ওভারে ৩৫০-৪০০ রান করতে পারি, এটি তো দলের জন্য ভালো, দেশের জন্য ভালো, খেলোয়াড়দের জন্যও ভালো। যদিও সেটি উইকেটের ওপর নির্ভর করে। অবশ্যই ছোট ছোট যে টেকনিক আছে, সেটি তো প্রয়োজন। কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খুব দরকার।’
মিরাজ বলেন, ‘আমরা যেন প্রপার টেস্ট ক্রিকেটটা খেলতে পারি, সেইভাবেই আমাদের দল সাজানো হচ্ছে। পেস বোলিং বলেন, স্পিনার বলেন বা ব্যাটার যারা আছে। তিন ডিপার্টমেন্টেই যেনো আমরা ভালো করতে পারি।’
এই টাইগার অলরাউন্ডার বলেন, ‘যেহেতু আমাদের হোম কন্ডিশন। যেটা আমরা সবসময় বলে আসছি স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে সুযোগ পেস বোলারদের জন্যও থাকবে। যেহেতু উইকেটটা আমরা দেখেছি, ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সবাই আমরা ভালো করতে পারি, ব্যাটাররা, পেস বোলাররা এবং স্পিনাররাও।’