Home আন্তর্জাতিক ভেঙে গেল রুপার্ট মারডকের পঞ্চম বাগদান

ভেঙে গেল রুপার্ট মারডকের পঞ্চম বাগদান

SHARE

মিডিয়া টাইকুন হিসেবে পরিচিত ৯২ বছর বয়সী রুপার্ট মারডক এবং ৬৬ বছর বয়সী প্রাক্তন পুলিশ চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথ গতমাসে তাদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। আকস্মিকভাবে সেই বাগদান বাতিল করেছেন তারা।

বিবিসি জানিয়েছে, স্মিথের স্পষ্টভাষী স্বভাব নিয়ে অস্বস্তিতে ভুগছিলেন মারডক। যার পরিপ্রেক্ষিতে বাগদান বাতিলের সিদ্ধান্ত নেন তিনি।

৯২ বছর বয়সী মারডক ও তার চতুর্থ স্ত্রীর বিচ্ছেদ হয় গত বছর। ওই বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ায় ৬৬ বছরের স্মিথের সঙ্গে মারডকের সাক্ষাৎ হয়। এর কয়েকমাস পর গত মাসে তারা বাগদানের ঘোষণা দিয়েছিলেন।

চলতি বছর গ্রীষ্মের শেষের দিকে রুপার্ট মারডক ও লেসলি স্মিথের বিয়ে হওয়ার কথা ছিল। এরপর ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যে জীবনের বাকি সময় কাটানোর ভাবনা ছিল তাদের।

মারডক এর আগে অস্ট্রেলিয়ান বিমানবালা প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা ম্যান এবং চীনা বংশোদ্ভূত উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেছিলেন।