Home খেলা বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, কোপার ফাইনালে রিয়াল

বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, কোপার ফাইনালে রিয়াল

SHARE

করিম বেনজেমা ম্যাজিকে টানা তিন এল ক্ল্যাসিকে হারের হতাশা ভুললো রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর প্রথমবার কোপা দেল রের ফাইনালে কার্লো আনচেলত্তির দল। হারলো বার্সেলোনা। এখনও ন্যু ক্যাম্পে উচ্চারিত হয় একজন লিওনেল মেসির নাম। খুদে জাদুকরকে মিস করছে কাতালানরা।
ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল জাভি হার্নান্দেজের দল। দ্বিতীয় মিনিটেই পেয়েছিল গোলের সুযোগ। এদুয়ার্দো কামাভিঙ্গায় বেঁচে যায় রিয়াল। প্রথমার্ধে এমন আরও অনেক ব্যর্থ আক্রমণ স্বাগতিকদের। ধ্রুপদি লড়াইয়ে পুরনো উত্তাপও ছড়িয়েছিল মাঠে। একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস ও গাভি।
কিন্তু এসব ছাপিয়ে মাঠের লড়াইটা জমিয়ে তোলে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোস। করিম বেনজেমার অ্যাসিস্টে স্কোরশিটে ভিনিসিয়ুস জুনিয়র। দু’লেগ মিলে ১-১ সমতা।
দ্বিতীয়ার্ধে উড়ে গেলে বার্সেলোনা। হেরে গেল করিম বেনজেমার কাছে। ফরাসি তারকার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। শুরুটা করেন ৫৫ মিনিটে। লুকা মদ্রিচের পাসে দুর্দান্ত ফিনিশিং। আট মিনিটের মাথায় স্কোরলাইন করেন ৩-০। এবার পেনাল্টি থেকে।
৮০ মিনিটে বার্সার সব আশা শেষ করে দেন ম্যাজিকম্যান বেনজেমা। পূর্ণ করেন হ্যাটট্রিক। দু’লেগ মিলে ৪-১ এ ফাইনালে রিয়াল মাদ্রিদ, যেখানে প্রতিপক্ষ ওসাসুনা।