Home বিনোদন ফের একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান খান

ফের একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ-সালমান খান

SHARE

শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতে এন্ট্রি নিয়েছিলেন ‘টাইগার’ সালমান খান। উড়িবাবা, সে অ্যাকশন দৃশ্য দেখে দর্শকরা হইচই শুরু করে দিয়েছিল। ‘পাঠান’ সিনেমার শেষে সালমান ও শাহরুখ স্পষ্টই বলে দিয়েছিলেন বলিউডের বক্স অফিস থাকবে তাদেরই হাতে। নতুন প্রজন্মের নায়কদের তারা পাত্তাই দেবেন না। এই সংলাপটাকেই যশরাজ নিয়ে ফেলল সিরিয়াসলি।
ব্যস, যেমন ভাবনা, তেমন কাজ। সিদ্ধার্থ আনন্দ আদা-জল খেয়ে লেগে পড়লেন নতুন সিনেমার স্ক্রিপ্ট লিখতে। যেখানে একসঙ্গে দেখা যাবে টাইগার ও পাঠানকে। আর সিনেমার নাম হতে পারে ‘টাইগার ভার্সেস পাঠান’। হ্য়াঁ, বলিউড সূত্র বলছে এমনটাই।
বক্স অফিসে দারুণ সফল শাহরুখের ‘পাঠান’। এখন পর্যন্ত এই সিনেমাই ব্যবসায়ীক দিক থেকে সবচেয়ে সফল সিনেমা। অন্যদিকে, ‘টাইগার থ্রি’ সিনেমা নিয়েও উত্তেজনার পারদ তুঙ্গে। শাহরুখ ও সালমানকে একসঙ্গে সিনে পর্দায় দেখার জন্য উৎসাহও প্রচুর সিনেপ্রেমীদের মধ্য়েই। এই উত্তেজনাকে উসকে দিতেই এবার যশরাজ স্পাই ইউনিভার্স সিনেমার তালিকায় নিয়ে এল টাইগার ভার্সেস পাঠান। শোনা যাচ্ছে, খুব শিগগিরই এই সিনেমার কাজ শুরু হবে।