Home খেলা আইপিএল খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন লিটন

আইপিএল খেলতে আগামীকাল দেশ ছাড়ছেন লিটন

SHARE

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। আগামীকাল রবিবার সন্ধ্যা ৭টা ১৫মিনিটের একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতায় যাবেন তিনি। এবারই প্রথম আইপিএলে খেলতে যাচ্ছেন লিটন। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন।

১৪ এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে কলকাতার। সেদিন থেকে ইনফর্ম লিটনকে ড্রেসিংরুমে পাওয়ার আশা করছে নাইট রাইডার্স। ফ্রেঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা আগামীকাল (রবিবার) বিকাল পর্যন্ত আহমেদাবাদে আছি। তাই সে (লিটন) সরাসরি কলকাতায় আমাদের সঙ্গে যোগ দেবে এবং আমাদের পরবর্তি ম্যাচেই সে বিবেচিত হবে।’

লিটন অবশ্য পুরো আসর খেলতে পারবেন না। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে ইংল্যান্ডে সফর করবে। সেই সফরের অংশ হতে পহেলা মের আগেই দেশে ফিরবেন লিটন।