Home বিনোদন ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই : অপু বিশ্বাস

ভোরবেলা জানতে পারি আমাদের দোকান পুড়ে ছাই : অপু বিশ্বাস

SHARE

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজার হাজার ব্যবসায়ী নিঃস্ব হয়েছেন। ব্যবসার মূলধন হারিয়ে নির্বাক অনেকেই। প্রায় ৩০ বছর আগে ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরিবারেও এমন শোকের দিন নেমে এসেছিলো।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে সেই অতীত স্মরণ করেছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুন, পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু একদিন দেখলাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল; বলছিল আমাদের সব শেষ।’

তিনি আরও লেখেন, ‘বগুড়া নিউ মার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ। বাবা, কাকা চাঁদরাতে দোকানদারী শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা তারা জানতে পারে, তাদের দুটি দোকানসহ পুরো নিউ মার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কি গেছে! কিন্তু আজ বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে।’

অপু বিশ্বাসের ভাষ্য, ‘এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনও যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’