Home রাজনীতি বিএনপির সব কথার শেষ কথা নির্বাচন করব না : ইনু

বিএনপির সব কথার শেষ কথা নির্বাচন করব না : ইনু

SHARE

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির সব কথার শেষ কথা হলো নির্বাচন করব না।

সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়ায় ব্রিজ ও সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপির পক্ষে দুর্নীতি, দলবাজি ও ক্ষমতা নিয়ে কথা বলা মানায় না। কারণ, তারা ক্ষমতায় থাকতে কি করেছে সেটা সবাই জানে।

তিনি বলেন, আইসিটি আইনে নির্যাতন করা হচ্ছে বলে বিএনপি নেতারা যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। যারা চরিত্র হরণ করছে, সাইবার ক্রাইম করছে তাদের বিরুদ্ধেই মামলা হচ্ছে। কিন্তু মামলা হলেই তাকে সাজা দেওয়া হচ্ছে না। সাজা আইন মেনে দেওয়া হচ্ছে।