Home আইন আদালত রাজধানীতে পার্সেলের নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

রাজধানীতে পার্সেলের নামে প্রতারণা, গ্রেপ্তার ৫

SHARE

পার্সেলের নামে প্রতারণা করার অভিযোগে একটি চক্রের ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগরীর রমনা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি শহিদুল্লাহ।

তিনি জানান, একটি চক্র ফেসবুক মেসেঞ্জারে সখ্যতা গড়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তারা ২০ লাখ ডলার পার্সেল প্রেরণের কথা বলে অভিনব কৌশলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ৫ প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।

ডিসি শহিদুল্লাহ জানান, মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় রমনা ডিসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।