Home জাতীয় সারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে : পরিকল্পনামন্ত্রী

সারের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে : পরিকল্পনামন্ত্রী

SHARE

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়।
সার দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে আবারও প্রভাব পড়বে বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন
পরিকল্পনামন্ত্রী বলেন, এটা কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের দাম বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তবে কতটুকু পড়বে এটা হিসেব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই , গবেষণা করে এটা বলতে হবে।
তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যদি উৎপাদন বাড়ে তবে সারের দাম বৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।
প্রসঙ্গত, ডিলার ও কৃষক পর্যায়ে ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে সারের মূল্য বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।