হাসতে হাসতেই কঙ্গনা রণৌতকে অপমান করেছিলেন দীপিকা পাড়ুকোন! অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তার জেরেই এমনটা মনে করা হচ্ছে।
এক বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন দীপিকা ও কঙ্গনা। সেখানে বিদ্যা বালান ও নিমরত কউরও ছিলেন। কথা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় এ দেশে ঠাট্টা-মশকরাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কোনো কারণে লোকজন বড় আবেগপ্রবণ আর মজা বোঝে না। আর নারীরা ঠাট্টা করলে তো একেবারেই বোঝে না। অনেক সময় মজার কিছু বললে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। যেন আমি ঠাট্টা করতে পারি না।’
কঙ্গনার এই মন্তব্যে হাসিতে লুটিয়ে পড়েন নিমরত ও বিদ্যা। কিন্তু হাসতে হাসতেই দীপিকা বলে ওঠেন, ‘হয়ত তোমার কথায় লোকের হাসি পায় না।’ দীপিকার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান কঙ্গনা। পরে তিনি বলেন, ‘আমি মনে করি ওরা আমার মশকরা বুঝতে পারে না।’
এমনিতে দীপিকা-কঙ্গনার সম্পর্ক অম্লমধুর। জেএনইউয়ের পড়ুয়াদের সমর্থন করায় একসময় পরোক্ষে দীপিকার সমালোচনা করেছিলেন কঙ্গনা। আবার তিনিই অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে যাওয়া দীপিকার ভিডিও শেয়ার করে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।