‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তির পর ফের খুনের হুমকি পেলেন সালমান খান। এ বার জানিয়ে দেওয়া হল খুনের দিনক্ষণও!
৩০ এপ্রিলই প্রাণ যাবে অভিনেতার। এমনই বলা হয় হুমকি ফোনে। মুম্বাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে ফোন যাওয়ার পরেই তদন্ত শুরু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে এক কিশোর।
সোমবার, ১০ এপ্রিল মুম্বাইয়ের জুহুতে ছিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের ঠিক পরেই নাকি আসে হুমকি ফোন। পুলিশ জানায়, কন্ট্রোল রুমে ফোন করে রাজস্থানের জোধপুরের এক ব্যক্তি। নিজেকে রকিভাই বলে পরিচয় দেয়। ফোনে জানানো হয়, ৩০ তারিখ সালমানকে খুন করা হবে। এই ফোন পাওয়ার পর থেকেই বাড়ে চাঞ্চল্য। শুরু হয় তল্লাশি।
শেষে দেখা যায়, মাত্র ১৬ বছরের এক কিশোর রকিভাই পরিচয় দিয়ে সেই ফোন করে। মঙ্গলবার পুলিশ ওই কিশোরকে মুম্বাইয়ের ঠাণে অঞ্চল থেকে আটক করেছে।