Home খেলা মুস্তাফিজদের বিপক্ষে নামার আগে লিটনের বার্তা

মুস্তাফিজদের বিপক্ষে নামার আগে লিটনের বার্তা

SHARE

দুই হার ও দুই জয়ের পর কলকাতা নাইট রাইডার্সের সামনে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮ টায়। কলকাতা এবার দলে নিয়েছে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাসকে।

আজকের ম্যাচ দিয়েই আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাসের। আইপিএল অভিষেক হওয়ার সম্ভাবনা যখন প্রবল, ঠিক সেই সময় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, চলমান টুর্নামেন্টে তৃতীয় জয় নিশ্চিত করার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লির মুখোমুখি হবে।

অবশ্য দিল্লির বিপক্ষে লিটনকে একাদশে দেখা যাবে কি না, সেটা নিয়ে রয়েছে শঙ্কা। দলের আগের ম্যাচগুলোতে ভালো করতে না পারায় দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বাদ পড়তে পারেন দলটির আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

গুরবাজ দলে সুযোগ না পেলেও লিটনের জন্য রাস্তাটা সহজ হবে না। কেননা কলাকাতা শিবিরে রয়েছে আরেক ইংলিশ ওপেনার জেসন রয়। সেক্ষেত্রে কলকাতা ম্যানেজমেন্ট রয় নাকি লিটন কাকে খেলাবেন। ম্যাচের আগ পর্যন্তই সেটা জানতে অপেক্ষা করতে হবে।