২০১৮-তে বক্স অফিসে মুখ থুবরে পড়ায় একটানা চার বছরের লম্বা বিরতি নেন কিং খান। এরপর চলতি বছর পাঠানের বেশ ধরে দর্শকের দরবারে নয়া অবতারে ধরা দেন বলিউডের কিং। পাঠানের দুর্দান্ত সাফল্যের পর শাহরুখের আগামী ছবি জওয়ান নিয়েও ভক্তদের উচ্ছ্বাসার অন্ত নেই। শাহরুখের ফার্স্ট লুক পোস্টার মুক্তির পরই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। শাহরুখ ভক্তদের সেই উত্তেজনাকে উসকে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে জওয়ানের শ্যুটিং সেটের ছবি। কখনও সিগরেট মুখে নিয়ে শাহরুখের জমজমাট অ্যাকশন সিক্যোয়েন্স তো কখনও আবার আন্ডারওয়াটার শ্যুটিংয়ের দৃশ্যের কয়েক ঝলক। বারংবার এই ঘটনার জেরে এবার দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ শাহরুখ-গৌরীর রেড চিলি প্রযোজনা সংস্থা।
মঙ্গলবার এই মর্মে দিল্লি হাইকোর্ট সোশ্যাল মিডিয়ায় যে সকল প্ল্যাটফর্মে এই ধরনের সার্কুলেশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে ফাঁস হওয়া ছবি ও ভিডিয়ো অবিলম্বে মুছে ফেলতে বলেছে দিল্লি উচ্চ আদালত।
সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ খান ও গৌরী খানের যৌথ প্রযোজনা সংস্থা রেড চিলিজের পক্ষ থেকে কপি রাইট লঙ্ঘনের জন্য দিল্লি হাইকোর্টে মামলা করা হয়েছিল। ২৫ এপ্রিল বিচারপতি সি হরি শংকর গুগল, টুইটার, রিডিট, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে জওয়ানের ফাঁস হওয়া ভিডিয়ো সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদেরও নির্দেশ দিয়েছেন যাতে জওয়ানের ফাঁস হওয়া দৃশ্য ডাউনলোডের সাইটগুলোর অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়। বারবার শাহরুখের ছবির শ্যুটিংয়ের দৃশ্য ফাঁস হয়ে গেলে সিনে ব্যবস্য়ায় ক্ষতির সম্ভবনা তৈরি হয়।
সেই জন্যই আইনের দ্বারস্থ হয়েছে রেড চিলি প্রোডাকশন হাউজ। প্রথমবার দক্ষিণী বিউটি নয়নতারার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন জুটির নয়া কেমেস্ট্রি দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ভক্তরা।
ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘুষো, শাহরুখের জওয়ানে ক্যামিও চরিত্রে দেখা যাবে গ্ল্যাম ডিভা দীপিকা পাডুকোনকে। সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ ঠিকঠাক থাকলে আগামী ২ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পাবে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত জওয়ান।
ব্যান্ডেজ বাঁধা শাহরুখের রক্তাক্ত মুখের ভয়ংকর পোস্টার আর টিজারে বাদশা দর্শনে শিড়দাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গিয়েছিল। এরপর শ্যুটিং সেট থেকে একের পর এক ফাঁস হওয়া দৃশ্য জওয়ান নিয়ে দর্শকের মধ্যে উৎসাহকে আরও একটু উসকে দিয়েছে।