Home খেলা আবেদনময়ী রূপে জাহ্নবী কাপুর

আবেদনময়ী রূপে জাহ্নবী কাপুর

SHARE

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান রয়েছে। তার অসাধারণ স্টাইলিস সেন্স বারবার মুগ্ধ করেছে সবাইকে।
কোনো এক ফ্যাশন হাউসের একটি বিশেষ ফটোশুটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জাহ্নবী। জাহ্নবীর সুপার হট ছবিতে কমেন্ট করে তার ভক্তরা নেটপাড়ায় আলোড়ন তুলেছেন। পোশাকের জন্য জাহ্নবীকে কিছু লোক ট্রোলও করছে ক্রমাগত। কেউ কেউ তাকে উর্ফির সঙ্গেও তুলনা করছেন। অনেকেই আবার জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ।
আবেদনময়ী লুকে নায়িকাকে সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাকে একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং লাগছে। তবে শুধু ওয়েস্টার্ন পোশাকেই নয়, এর আগে তাকে ট্রাডিশনাল লুকে দেখেও প্রশংসা করেন অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার ফটোশুটের ছবি দেখে এক ভক্ত জাহ্নবীর হট লুকের প্রশংসা করে লিখেছেন, ‘বাইরে এমনি গরম হচ্ছে, এখন আপনার ফটোশুটের ছবি আরও গরম বাড়িয়ে দিলো।’
উল্লেখ্য, জাহ্নবী কাপুর শ্রী দেবীর কন্যা। হিন্দি চলচ্চিত্র ‘ধড়ক’ দিয়ে তার বলিউডে অভিষেক হয়।