Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ১১ জনের মৃত্যু

SHARE

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূলে একটি ফেরি ডুবে অন্তত ১১ জন মারা গেছে। এই ঘটনায় নিখোঁজ হয়েছে একজন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, আজ ২৮ এপ্রিল শুক্রবার ইন্দোনেশিয়ায় মর্মান্তিক এই ফেরিডুবির ঘটনা ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিটি প্রায় ৭৪ জন লোককে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের কাছে তানজুং পিনাংয়ের ছোট দ্বীপে নিয়ে যাচ্ছিল। ফেরিটি যাত্রা শুরু করার প্রায় ৩০ মিনিট পর একটি লগে আঘাত করে বলে সন্দেহ করা হচ্ছে।
এখনও নিখোঁজ একজনের জন্য অনুসন্ধান চলছে, উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে এখনও তথ্য আসছে।