Home খেলা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত

SHARE

চলতি বছরটা বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের জন্য অত্যন্ত ব্যস্ত একটি বছর। ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেরও। শ্রীলঙ্কা থেকে দ্বিপক্ষীয় সিরিজ শেষ করে দেশে ফিরে নিগার সুলতানা জ্যোতিদের প্রস্তুত হবে হবে ভারতের বিপক্ষে খেলার জন্য।
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে ভারতীয় নারী দল বাংলাদেশ সফর করবে আগামী জুন-জুলাইয়ে। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও থাকছে দ্বিপক্ষীয় এ সিরিজে।
মূলত বিশ্বকাপ কোয়ালিফাইং সিরিজের অংশ ওয়ানডের ম্যাচগুলো। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই ওমেন্স চ্যাম্পিয়নশিপের হোম সিরিজ শুরু।
বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এস এলসি সভাপতি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছিল জ্যোতিদের। অনানুষ্ঠানিক ম্যাচে জয় দিয়েই সফর শুরু করেছে বাংলাদেশ।