Home আন্তর্জাতিক রুশ গ্রামে ইউক্রেনের হামলায় নিহত ২

রুশ গ্রামে ইউক্রেনের হামলায় নিহত ২

SHARE

রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছে। ব্রায়ানস্ক ওব্লাস্টের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ রোববার এ কথা জানিয়ে বলেছেন, দুদেশের মধ্যকার সীমান্তের সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেছেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হামলায় দুর্ভাগ্যবশত দুই বেসামরিক লোক নিহত হয়েছে।
তিনি আরও বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আর দুটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনে রাশিয়া তার অভিযান জোরদার করার এক সপ্তাহ পর সুজেমকা গ্রামে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।