Home আন্তর্জাতিক ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি কমান্ডার নিহত

SHARE

গাজা উপত্যকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণে খান ইউনিসের কাছে হামাদ আবাসিক শহরের ভবনটির পঞ্চম তলায় যুদ্ধবিমান দিয়ে সকালে এ হামলা চালানো হয়।
পিআইজে-এর সশস্ত্র শাখা নিশ্চিত করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান আলি হাসান গালি বৃহস্পতিবার সকালের হামলায় মারা গেছেন। তিনি আবু মুহাম্মদ নামেও পরিচিত ছিলেন।
বুধবার গাজা থেকে থেকে ৪৬০টিরও বেশি রকেট ছুড়ে ‘জঙ্গিরা’। জবাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১৩০টিরও বেশি ‘জঙ্গি’ লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
ফিলিস্তিনি মেডিক্যাল সূত্র বলছে, চলতি সপ্তাহে যুদ্ধে নিহতের সংখ্যা কমপক্ষে ২৪, যাদের মধ্যে তিনজন পিআইজে কমান্ডার।
অন্যদিকে গাজা থেকে ছোড়া রকেটে ইসরায়েলে আশ্রয়কেন্দ্রে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামাসের পর পিআইজে গাজার দ্বিতীয় বৃহত্তম ‘জঙ্গি’ গোষ্ঠী। তারা ফিলিস্তিনিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা গালিকে লক্ষ্যবস্তু করেছিল। তারা কমান্ডারকে পিআইজে-এর কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করে তারা বলেছে, গালি ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী ছিলেন।