Home আইন আদালত মামলাজট কমাতে সব ধরনের উপায় ব্যবহার করছি : আইনমন্ত্রী

মামলাজট কমাতে সব ধরনের উপায় ব্যবহার করছি : আইনমন্ত্রী

SHARE

সারা দেশের আদালতগুলোর মামলারজট কমিয়ে আনতে সরকার সব ধরনের উপায় ব্যবহার করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার (১৩ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (জাতি) সিনিয়র সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘১৪৯তম রিফ্রেশার কোর্স’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল হক বলেন, সারা দেশের আদালতগুলোর মামলাজট কমিয়ে আনতে সব ধরনের অস্ত্র (উপায়) সরকার ব্যবহার করছে। বিচারকদের পদায়ন এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলাজট নিরসনের চেষ্টা করছি। মামলাজট কমিয়ে আনার মাধ্যমে ন্যায়বিচার যেন নিশ্চিত করা যায় সেই চেষ্টাও করছি।
আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বেশ কিছু মামলা আপিল বিভাগে জমে গেছেন। আশা করি, তারা তাড়াতাড়ি (শুনানি) করবেন। তারাও চেষ্টা করছেন। আমি তাদের সাধুবাদ জানাই। আশা করি, কিছুদিনের মধ্যেই আপ-টু ডেট হয়ে যাবে।