Home আন্তর্জাতিক মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন জেলেনস্কি

মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন জেলেনস্কি

SHARE

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৯ মে) জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

টুইটারে একটি ছবি শেয়ার করে এ তথ্য জানিয়েছেন নরেন্দ্র্র মোদি। ছবিতে মোদি এবং জেলেনস্কিকে হাত মেলাতে দেখা যায়।

ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর এই প্রথম মোদির সঙ্গে জেলেনস্কি দেখা করলেন।

ভারতের প্রধানমন্ত্রী মোদি তিন দেশের সফরের অংশ হিসাবে জি-৭ শীর্ষ সম্মেলনে তিনটি অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে জাপানে পৌঁছান। এরপর তিনি পাপুয়া নিউ গিনি ও অস্ট্রেলিয়া সফরে যাবেন।