Home আন্তর্জাতিক ইউক্রেনকে আরও ৩৭ কোটি ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও ৩৭ কোটি ডলারের বেশি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

SHARE

ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার দেশটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির।
জি-৭ এর এক সাইড লাইন বৈঠকে জেলেনস্কিকে বাইডেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যত ধরনের সহায়তা প্রয়োজন তা দেবে যুক্তরাষ্ট্র।
এবারের সহায়তা প্যাকেজে গোলাবারুদ, আর্টিলারি, সাঁজোয়া যান ও প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে বলেও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, ধনী দেশের রাষ্ট্রপ্রধানরা আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো ও শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেছেন।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রাশিয়ার দখলে এসেছে বলে দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন শনিবার (২০ মে) এক ভিডিওবার্তায় এ দাবি করেন।
এছাড়া বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।