Home জাতীয় উন্নত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : শিক্ষামন্ত্রী

উন্নত বাংলাদেশ চাইলে নৌকায় ভোট দিতে হবে : শিক্ষামন্ত্রী

SHARE

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. দীপু মনি বলেছেন, শিক্ষা-দীক্ষায় ও প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ চাইলে অবশ্যই নৌকায় ভোট দিতে হবে। কারণ উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকা প্রতীকের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
রোববার (২১ মে) দুপুর ২টার দিকে নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছি। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান হাফসা আক্তার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব এনামুল হক, প্রথম ব্যাচের শিক্ষার্থী ইলিন জাহান উর্মি।
আলোচনা সভার শুরুতে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব আনিস মাহমুদ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন।