Home খেলা জুভেন্টাসে চুক্তি বাড়াচ্ছেন না ডি মারিয়া

জুভেন্টাসে চুক্তি বাড়াচ্ছেন না ডি মারিয়া

SHARE

আর্জেন্টিনার বিশ্বজয়ী উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাড়াচ্ছেন না। গ্রীষ্ম মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করা তারকা।
ডি মারিয়া গত গ্রীষ্ম মৌসুমে একবছরের চুক্তিতে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন এবং চুক্তির মেয়াদ বাড়ানোর খবর ছিল। আর্জেন্টাইন তারকা অবশ্য গত ফেব্রুয়ারিতে বলেছিলেন এ ব্যাপারে ক্লাবের সঙ্গে তার কোনো আলোচনাই হয়নি।
ফুটবলের খবর দেয়া ওয়েবসাইট গোল ডটকম বলছে, ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি তাদের ট্রান্সফার কৌশল পরিবর্তন করে নতুন পথ অনুসরণে নেমেছে, যেখানে ডি মারিয়া নেই।
ডি মারিয়া এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন, যার মধ্যে মাত্র ২৫ ম্যাচে প্রথম একাদশে থেকে শুরু করতে পেরেছিলেন।