জামাইষষ্ঠী পালন করলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। জামাই আদরের দিনে তার জন্য প্রায় ২৯ পদের খাবারের বন্দোবস্ত করা হয়েছিল। মাছ, মাংসের সঙ্গে ফল, মিষ্টি, পায়েস, পুডিং, দই কত কিছুই না ছিল। সব কিছু লিটন খেয়েছিলেন কি না তা জানা যায়নি।
বৃহস্পতিবার (২৫ মে) উৎসবের এই দিনটির একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। রীতিমতো ভাইরালও হয় তা।
যা দেখে অনেকের রসিকতা, একসঙ্গে এতগুলি পদ খেতে পেরেছেন তো লিটন? ভক্তরা মনে করিয়েও দিলেন, সামনে আফগানিস্তানের সঙ্গে টেস্টও আছে।
জামাইষষ্ঠীর দিনে পোস্ট করা ছবিতে দেখা যায় ডেনিম জিন্স এবং নীল রঙের পঞ্জাবি পরে আছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। সঙ্গে ছিলেন স্ত্রী সঞ্চিতা। তার তোলা ছবিতেই বেশ হাস্যোজ্জ্বল লাগছিল ড্যাশিং ওপেনারকে।