Home আন্তর্জাতিক ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধতে পারে : চেক জেনারেল স্টাফ প্রধান

ন্যাটো ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বাধতে পারে : চেক জেনারেল স্টাফ প্রধান

SHARE

চেক সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জেনারেল কারেল রেহকা বলেছেন, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সম্ভাব্য যুদ্ধ বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়ংকর হতে পারে। এই যুদ্ধ অসম্ভব নয়।
নভিনকে ডট সিজেড ওয়েবসাইট জানায়, সোমবার চেক পার্লামেন্টে এক সম্মেলনে রেহকা বলেন, ‘আমরা রাশিয়া এবং উত্তর আটলান্টিক জোটের মধ্যে যুদ্ধকে সবচেয়ে খারাপ পরিস্থিতি হিসেবে দেখি, কিন্তু এটা অসম্ভব নয়। এই যুদ্ধ হতে পারে।’
রেহকার মতে, চেক সশস্ত্র বাহিনী একটি উচ্চ প্রযুক্তিগতভাবে উন্নত প্রতিপক্ষ রাশিয়ার সাথে সম্ভাব্য সহিংস যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার চেষ্টা করছে। কারণ, ‘রাশিয়া বর্তমানে [উত্তর আটলান্টিক] জোটের সঙ্গে একটি সংঘাতের দিকে যাচ্ছে।’
তিনি বলেন, একটি সম্ভাব্য শত্রুর সঙ্গে সংঘাত মোকাবেলায় বাধ্যবাধকতাগুলোর জন্য ন্যাটোর আগে চেক প্রজাতন্ত্রকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, রাশিয়ার জ্বালানি সরবরাহের উপর অবিলম্বে নির্ভরতা কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ দিয়ে দেশের জাতীয় নিরাপত্তা জোরদার করা দরকার।
তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের টেলিযোগাযোগের ক্ষেত্রে চীনের উপর খুব বেশি নির্ভরশীল হওয়ার হুমকি সম্পর্কে সতর্ক করেন।