Home আইন আদালত করোনামুক্ত ডিএমপি কমিশনার

করোনামুক্ত ডিএমপি কমিশনার

SHARE

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আজ বুধবার (৩১ মে) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হওয়ার বিষয়টি জানিয়েছেন তিনি।
তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। করোনা নেগেটিভ। যারা আমার জন্য প্রার্থনা করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’
এর আগে শুক্রবার (২৬ মে) এক ফেসবুক স্ট্যাটাসে করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়েছিলেন তিনি।
২০২২ সালের ২৩ অক্টোবর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হন খন্দকার গোলাম ফারুক।