Home খেলা বার্সেলোনা নয়, ইন্টার মিয়ামিই পরবর্তী গন্তব্য মেসির

বার্সেলোনা নয়, ইন্টার মিয়ামিই পরবর্তী গন্তব্য মেসির

SHARE

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরবের ক্লাব আল হিলাল নয়, বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পরবর্তী গন্তব্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। বিবিসি, গোল ডটকম এক প্রতিবেদনে জানায়, ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি।
বেশ কিছু যৌক্তিক কারণ বিবেচনা করেই আমেরিকার ক্লাবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন মেসি। আমেরিকাতে নিজস্ব বাড়ি রয়েছে মেসির, পাশাপাশি সেখানকার লাইফস্টাইলও মানানসই মেসিদের সঙ্গে। মেসি অবশ্য ইউরোপে আরও একটি মৌসুম কাটাতে চেয়েছিলেন। কিন্তু ইউরোপের কোনো ক্লাব থেকে সন্তোষজনক প্রস্তাব না পাওয়ায় ইন্টার মিয়ামিতেই যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি।
বিশ্বকাপজয়ী মেসি এই প্রথমবারের মতো ইউরোপের বাইরের কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ২১ বছরে ৩৫টি শিরোপা জিতেছিলেন তিনি। বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মিয়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।
উল্লেখ্য, আগামী ৩০ জুন পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে মেসির।