Home খেলা দুই মিনিটেই মেসির গোল

দুই মিনিটেই মেসির গোল

SHARE

মরুর বুকের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের উৎসব শেষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তৃতীয়বার মাঠে নেমেছে আর্জেন্টিনা। এ ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চীনের রাজধানী বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই দলকে লিড এনে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন বিশ্বজয়ী এ অধিনায়ক।

প্রীতি ম্যাচ হলেও এটা মূলত অজিদের কাছে বিশ্বমঞ্চে পরাজয়ের শোধ নেওয়ার ম্যাচ। গেল বছর কাতার বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ক্যাঙ্গারুদের ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মেসি বাহিনী।

অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আগে মেসিদের কাছে এ ম্যাচটি মূলত দল গুছিয়ে নেওয়ার উপলক্ষ। তাই শক্তিশালী একাদশ নিয়েই অজিদের বিপক্ষে মাঠে নেমেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মূল তারকারাই আছেন একাদশে।

তবে বিশ্বকাপ ফাইনালের ম্যাচ থেকে দুটি পরিবর্তন এসেছে একাদশে। নিকোলাস ট্যাগলিয়াফিকোর পরিবর্তে শুরুর একাদশে ফিরেছেন মার্কোস আকুনা। জুলিয়ান আলভারেজের জায়গায় নিকোলাস গঞ্জালেজ।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।