Home খেলা অস্ট্রেলিয়াকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

অস্ট্রেলিয়াকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

SHARE

এশিয়া সফরের প্রথম ম্যাচে জয়ের মুখ দেখল আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে হওয়া ম্যাচ শুরুর ৮০ সেকেন্ডের মাথায় লিড পায় আর্জেন্টিনা। এনজো ফের্নান্দেজের অ্যাসিন্টে বল নিয়ে বাঁ পায়ের দূরপাল্লার শটে বল জালে জড়ান লিওনেল মেসি।
বিরতির পর ৬৮ মিনিটে মেসির সঙ্গে বল দেয়া নেয়া করে ডি বক্সের দিকে শট নেন রদ্রিগো ডি পল। বদলি খেলোয়াড় হিসেবে নামা ডিফেন্ডার হের্মান পেজ্জেলা হেডে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন।
১৯ জুন ইন্দোনেশিয়ার গেলোরা বুং স্টেডিয়ামে দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলতে স্বাগতিকদের মাঠে নামবে আলবিসেলেস্তেরা।