Home জাতীয় ডেঙ্গুতে আরও ৩৯ জন হাসপাতালে

ডেঙ্গুতে আরও ৩৯ জন হাসপাতালে

SHARE

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৭৯ জন এবং অন্যান্য বিভাগে ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত চার হাজার ১২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ১৭৩ জন এবং ঢাকার বাইরে ৯৫৩ জন চিকিৎসা নিয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।